কলাপাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-স্বর্ণালঙ্কার লুট

দেশ জনপদ ডেস্ক | ২০:০৪, আগস্ট ৩০ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে মোঃ দুলাল হোসেনের বাড়িতে ৮/১০ জনের একদল দূর্বৃত্ত হানা দিয়েছে। তারা সোমবার দিবাগত মধ্যরাতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এসময় চারজনকে দড়ি দিয়ে বেধে মারধর করা হয়। গৃহকর্তা দুলাল হোসেন জানান, আনুমানিক দুইটা থেকে তিনটার দিকে দূর্বৃত্তরা ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে বেধে লুটপাট চালায়। চড়-থাপ্পড় দেয়। দূর্বৃত্তরা চলে গেলে তাঁরা ৯৯৯ এ কল করেন। তাৎক্ষণাৎ কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে দূর্বৃত্তরা সটকে পড়ে। এরা সবাই মুখোশধারী ছিল। কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।