আমতলীতে ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ॥ আমতলীর কুকুয়া ইউনিয়নের আমড়া গাছিয়া গ্রামের নারায়ন চন্দ্র শীলের বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে বেল্লাল খান (৩০) নামে ১ ডাকাতকে সোমবার রাত ৩টার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির সময় জনতার হাতে আটক হওয়া কালাম মৃধা নামে এক ডাকাত গনপিটুনিতে আহত হয়ে বর্তমানে পুলিশ পাহারায় আমতলী হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ নিয়ে ২ ডাকাত গ্রেপ্তার হয়েছে।
জানা গেছে, গত ২২ আগস্ট সোমবার রাত ৩ টার সময় আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়া গাছিয়া গ্রামের গ্রাম্য ডাক্তার নারায়ন চন্দ্র শীলের বাড়িতে এক ডাকাতির ঘটনা ঘটে। ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে।
এসময় বাড়ির লোজনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা স্বর্নালঙ্কার এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতার হাতে কালাম মৃধা (৪০) নামে এক ডাকাত আটক হয়।
কালাম ঝালকাঠি জেলার স্বরুপকাঠি উপজেলার জোরখালী গ্রামের মৃত রশিদ মৃধার ছেলে। এঘটনায় পরের দিন মঙ্গলবার দুপুরে নারায়ন চন্দ্র শীলের ছেলে নয়ন চন্দ্র শীল একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলায় কালাম মৃধা (জনতার হাতে আটক) মো. ইমদাদুল হক মিলন ও মনির নামে ৩ জনের নাম উল্লেখ করে আরো ৬-৭ জনকে অঞ্জাত আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করেন।
এ মামলায় গ্রেপ্তার হওয়া কালাম মৃধার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত ৩টার সময় তালতলীর অংকুজান পাড়া থেকে বেল্লাল হোসেন খান (৩০) নামে ১ ডাকাতকে গ্রেপ্তার করে আমতলী থানার পুলিশ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া কালাম মৃধা স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত ৩টার সময় তালতলীর বড় অংকুজান পাড়া থেকে বেল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ডাকাতদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।