নিজস্ব প্রতিবেদক ॥ সারাদেশে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে বরিশালে মানববন্ধন করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার সকালে নগরীর সদর রোডে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক চান, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, ‘এই স্বেরাচারী হাসিনা সরকারের আমলে গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের স্বজনদের ফিরে পেতে চায়। ক্ষমতায় টিকে থাকতে সরকারই এই গুমের ঘটনার জন্ম দিচ্ছে। তাই অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে না দিলে জাতি আপনাদের ক্ষমা করবে না।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক মুজিবুর রহমান নান্টু, উত্তরের আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল প্রমুখ।
এর পূর্বে মানববন্ধন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ব্যানার-ফ্যাস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। কর্মসূচিকে ঘিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।