বরগুনায় আগুন লেগে ১৩ দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের গৌরিচন্না বাজারে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৮ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ইউসুফ নামে এক ব্যবসায়ি বলেন, আগুনে পুড়ে আমাদের সব শেষ হয়ে গেছে। এখন কিভাবে ব্যবসা পরিচালনা করব জানি না। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা পুড়ে যাওয়া দোকান ঘরগুলো পরিদর্শন করেছেন। কিন্তু তারা কোনো সহযোগিতার আশ্বাস দেননি।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা হলে আগের মত ব্যবসা পরিচালনা করতে পারতাম। এছড়া সমাজে অনেক বিত্তবান ব্যক্তি আছেন যারা আমাদের কিছুটা সহযোগিতা করলে পুনরায় পরিবার নিয়ে কোনোমতে চলতে পারব।
গৌরিচন্না ইউনিয়নের ইউপি সদস্য অ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, রাতে গৌরীচন্না বাজারে আগুন লাগার ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমি ছুটে যাই। সেখানে অনেকগুলো দোকান ঘর পুড়ে গেছে। প্রতিটি দোকানে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবাই সবার যায়গা থেকে চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। সমাজে বিত্তবানদেরকে এসব ব্যবসায়ীর পাশে থাকার আহ্বান জানান তিনি।
বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শামীম বলেন, আমারা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে আসি। বরগুনা ও বেতাগীর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করা যাচ্ছে। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।