সমুদ্র সৈকতে ভেসে এলো গলিত মরদেহ
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৯ আগস্ট) দুপুরে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি পুরোপুরি গলিত হওয়ায় এটির পরিচয় ও বয়স শনাক্ত করা যায়নি। তবে মরদেহ টি একজন পুরুষের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর সাগর থেকে সোমবার সকালে লাশটি সৈকতের তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ঝড়ের কবলে পড়ে সাগরে নিখোঁজ কোনো জেলের লাশ হতে পারে এটি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।