বরিশালে দেড় হাজার টাকার জন্য বৃদ্ধা খুন

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৩, আগস্ট ২৯ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর পোর্ট রোডে দেড় হাজার টাকার জন্য থ্রি হুইলার চালক শাহ আলমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা সুজন খানের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, রোববার রাত ১১টার দিকে পোর্ট রোডে ফলের আড়তে নিয়ে টাকা আদায়ের জন্য শাহ আলমকে মারধর করা হয়। রাত ৩টার দিকে তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৪০ বছর বয়সী শাহ আলম বরিশাল নগরীর রসূলপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি নগরীর পোর্ট রোডে ফলের আড়ত সুজন বাণিজ্য ভান্ডারে কাজ করতেন। পরে সিএনজিচালিত থ্রি হুইলার চালানো শুরু করেন। শাহ আলমের আত্মীয় শুভ বলেন, ‘শাহ আলম ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সুজন খানের আড়তে কাজ করতেন। সুজন খান ১৫ শ টাকা পেতেন শাহ আলমের কাছে। রোববার রাত ১১টার দিকে শাহ আলম থ্রি হুইলার নিয়ে রসূলপুর ফিরছিলেন। পথে সুজন খান লোকজন নিয়ে শাহ আলমকে ধরে পোর্ট রোডে নিজের আড়তে নিয়ে যান। ‘সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে পাওনা টাকা না পেয়ে শাহ আলমের থ্রি হুইলারটি রেখে তাকে রিকশায় তুলে পাঠিয়ে দেন সুজন। রাস্তায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা সুজন খানের মোবাইলে ফোন করা হ‌লে তি‌নি কে‌টে দেন। মোবাইলে এসএমএস পাঠালেও জবাব মেলেনি। বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘আমরা প্রথমে শুনেছিলাম রাত ৩টার দিকে রিকশায় বাসায় যাওয়ার পথে রসূলপুর ব্রিজে অসুস্থ হয়ে পড়েন শাহ আলম। রিকশা চালক তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ‘পরে স্বজনদের কাছ থেকে জানতে পারি, মারধরে শাহ আলমের মৃত্যু হয়েছে। এ কথা শুনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় শাহ আলমের স্বজনরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।