জখমের মিথ্যা সনদ দেওয়ায় চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিত

দেশ জনপদ ডেস্ক | ২০:৫২, আগস্ট ২৩ ২০২২ মিনিট

বরগুনা প্রতিবেদক: জখমের মিথ্যা সনদ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরগুনা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিহার রঞ্জন বৈদ্যের রেজিস্ট্রেশন ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। ফলে এখন থেকে তিনি আর ডাক্তার পরিচয় ব্যবহার করতে পারবেন না বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। সূত্রে জানা যায়, দেড় বছর আগে ডা. নিহার রঞ্জন বরিশালের গৌরনদী হাসপাতালে থাকাকালীন লক্ষন বৈদ্য নামে এক রোগীকে না দেখেই গুরুতর জখমের মিথ্যা সনদ দেন। এ ঘটনা তদন্ত করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অভিযোগের সত্যতা পায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৩ আগস্ট থেকে ছয় মাসের জন্য ডা. নিহার রঞ্জনের রেজিস্ট্রেশন স্থগিত করা হলো। এ সময় তিনি কোথাও চিকিৎসাসেবা দিতে পারবেন না। এমনকি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাফ উদ্দিন  বলেন, আমি যতটুকু জানি ডা. নিহার রঞ্জন বৈদ্যকে মন্ত্রণালয় মাফ করে দিয়েছে। আমার কাছে কোনো নির্দেশনা নেই। তবে আজকে নাইট ডিউটি করার পর তাকে বাদ দিয়ে দেব।তিনি বলেন, নিহার রঞ্জন বৈদ্য নাইট ডিউটির সময় নেশা করতেন। চেইন স্মোকার। রোগীদের সামনে সব সময় সিগারেট খান।