বরিশালে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ২০:১৮, আগস্ট ২৩ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগরীর সাগরদী বাজার, ফড়িয়া পট্টি, পোর্ট রোড এবং স্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে চালের আড়ৎ, মুদি দোকান, পিঁয়াজ-রসুনের আড়ৎ, কাঁচা বাজারসহ বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠানে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। চালের পাইকারী এবং খুচরা বাজারে তদারকিকালে যৌক্তিক মূল্যে চাল বিক্রয় করতে দেখা যায়। অভিযান চলাকালে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে সাটিয়ে প্রদর্শন না করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।