বাসদের ‘মানবতার বাজার’ মানসম্মত সহায়তা বিরামহীন

কামরুন নাহার | ০১:০৯, এপ্রিল ১৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে প্রাণঘাতি করোনা সংক্রমনের কারনে বরিশাল জেলা বাসদের ব্যতিক্রমী ‘মানবতার বাজার’ দ্বিতীয়দিনে দুই শতাধিক অসহায়, দিনমজুর ও দুস্থদের বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় বাজার সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। বাসদ কার্যালয় সংলগ্ন মাতৃছায়া স্কুল মাঠে এই ‘মানবতার বাজার’ তার ব্যাতিক্রমি সহায়তা বিরামহীন ভাবে দিয়ে যাচ্ছে। মানবতার বাজারে ভলান্টিয়ার হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট এবং মহিলা ফোরামের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন দিন রাত। বাসদ বরিশাল জেলার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, একটা পরিবারে প্রতিদিন যা কিছু প্রয়োজন তার বেশিরভাগ পণ্যই আমরা এই বাজারে রয়েছে। প্রথম ও দ্বীতিয় দিনে বাজারে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, ডিম, টমাটো, মিষ্টি কুমড়া, রেখা, ঢ়েড়শ, পুঁইশাক, শিশুদের জন্য চকলেট, আচার, চানাচুর, মাস্ক, জরুরী ঔষদ ইত্যাদি পন্য দেয়া হয়। প্রতিদিনই আরও নতুন নতুন পণ্য মানবতার বাজারে যুক্ত করার কথা রয়েছে। আর্থিক সামর্থ্য এবং পরিবারের সদস্য সংখ্যা বিচার করে প্রত্যেক পরিবারকে একটি রেশন বই প্রদান করা হয় যেখানে বিভিন্ন পয়েন্ট প্রদান করি, যা দিয়ে ঐ পরিবার বিনামূল্যে প্রায় ৬/৭ শ টাকার বাজার করতে পারে। আমরা চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে প্রতিটি বইয়ে নতুনভাবে পয়েন্ট যুক্ত করার। আমরা এই সংকটের সময় প্রতিদিনই অন্তত দুই শতাধিক পরিবারকে এই সহযোগিতা প্রদান করার চেষ্টা করবো বলে জানান তারা। প্রতিদিনই সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ‘মানবতার বাজার’ খোলা থাকবে এবং এখান থেকে দুস্থ্য অসহায় মানুষ সেবা পাবে বলে জানান। রবিবার থেকে তাদের মানবতার বাজার কাযক্রম চালু করা হয়েছে যতদিন পর্যন্ত দেশে করোনা সংক্রমন ভাইরাসের পাদুর্ভাব থাকবে ততদিন