গফরগাঁওয়ে দুই ডাক্তারের করোনা শনাক্ত, পৌরসভা লকডাউন

কামরুন নাহার | ২২:১৯, এপ্রিল ১৩ ২০২০ মিনিট

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন যোগদান করা দুই ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় তিনজনের শরীরে এ ভাইরাস পাওয়া যায়। মোট ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের নেগেটিভ ও ৩ জনের পজেটিভ রিপোর্ট আসে। এ খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান আজ সোমবার সন্ধ্যায় জরুরি সভা করে করোনাভাইরাস সংক্রমণ রোধে পৌর শহরকে লকডাউন ঘোষণা করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পৌর শহরের এক মুক্তিযোদ্ধার স্ত্রীর শরীরে প্রথম করোনাভাইরাস পজেটিভ ধরা পরলে তাকে ময়মনসিংহ বিশেষায়িত এসকে হাসপাতালে ভর্তি করা হয় এবং উপজেলা প্রশাসন রোগীর বাসার আশপাশের ২৩টি বাড়িকে লকডাউন ঘোষণা করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চারজন ডাক্তার ও একজন ল্যাব এটেনডেন্সের নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগে প্রেরণ করেন। এতে দুই ডাক্তারের শরীরে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এ খবর ছড়িয়ে পড়ায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান পৌর শহরকে লকডাউন ঘোষণা করেন। পরে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান বলেন, মোট ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। পূর্বে এক নারীকে ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চার জন ডাক্তার ও একজন ল্যাব এটেনডেন্সের মধ্যে যে দুই ডাক্তারের শরীরে করোনা পজেটিভ ধরা পরেছে তাদের একজন হাসপাতালের পৃথক একটি কক্ষে আইসোলেশনে আছেন আরেকজন আত্মীয় বাড়িতে আইসোলেশনে আছেন।