বানারীপাড়ায় ৫ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৯:০১, আগস্ট ২০ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় ওষুধের ফার্মেসিসহ বিভিন্ন ব্যবস‍া প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়। এসময় সেখানকার পাঁচটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার ( ২০ আগস্ট) সকাল পৌনে ৯টা থেকে দুপুর সাড়ে ৩ পর্যন্ত ভোক্তা অধিকারের বরিশাল জেলার সহকারী পরিচালক সুমী রানী মিত্র এবং মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সার্জেন্ট লিপিকা মন্ডলের নেতৃত্বাধিন একটি টিম। জরিমানা দেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সত্ত্বাধিকারী মো.আরিফকে ৮ হাজার টাকা, সাইবা ফার্মেসীর মো.শাহ পরানকে ২হাজার টাকা, সিকদার এন্ড সন্স ডিমের দোকানী মো. জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা, মৌমিতা মেডিকেল হলের হাফিজুল ইসলামকে ১০ হাজার টাকা ‍এবং হাজি ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. বাবুল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মূল্যের তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৫ এবং ৫১ ধারায় ৫টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।