বরিশালে নার্সসহ আরও তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

কামরুন নাহার | ২১:৫০, এপ্রিল ১৩ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে আরও তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বাবুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স, চতুর্থ শ্রেণির এক কর্মচারী ও স্থানীয় এক নারীর নমুনা পরীক্ষা করে সোমবার তাদের শরীরে এই ভাইরাসের অস্থিত্ব পাওয়া যায়। এরা হচ্ছেন- ওই চিকিৎসা কেন্দ্রের নার্স নাজমুননাহার, ৪র্থ শ্রেণির কর্মচারী আবুল কালাম এবং চিকিৎসা নিতে আসা রোগী হাওয়ানুর বেগম। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে পজেটিভ রিপোর্ট আসে এমন তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.  সুভাষ সরকার।   সোমবার রাত সাড়ে ৮ টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।এনিয়ে বরিশালে মারণঘাতী এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ জনে। ওই চিকিৎসা কেন্দ্রের নার্স নাজমুননাহার (আবাসিক কোয়ার্টারের বাসিন্দা),  ৪র্থ শ্রেণির কর্মচারী আবুল কালাম (বরিশাল শহরের বাসিন্দা) এবং চিকিৎসা নিতে আসা রোগী হাওয়ানুর বেগম (ব্রাহ্মদিয়া, আগরপুরের বাসিন্দা)। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন।এদিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার দেহেরগতি ইউনিয়নের হওয়ায় স্থানীয় চেয়ারম্যান মো. মশিউর রহমান স্থানীয় যেসকল হাটবাজার, দোকানপাট রয়েছে সব বন্ধ করে সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করতে বলেছেন। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ চলমান রয়েছে। এর আগে শনিবার বিকেলে গৌরনদীতে এক নারীর শরীরে করোনার অস্থিত্ব মেলে