নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে ঘরের জানালা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে দম্পতির ছেলেসহ তিনজনকে। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া (চান্দেরবাড়ি) গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশের রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে।
মৃতরা হলেন ৫৫ বছরের মো. ফোরকান হাওলাদার এবং স্ত্রী ৪৫ বছরের মাহিনুর বেগম। তাদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় আদম আলী বলেন, ‘শনিবার বেলা বাড়ার পর ওই ঘরের লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে আমরা দরজা নক করি। ভেতরে কারও আওয়াজ না পেয়ে জানালার গ্লাস ভেঙে ঘরে ঢুকে দেখি রুমে তাদের মরদেহ পড়ে আছে। আর পাশের রুমে এক শিশুসহ তিনজন ঝিমাচ্ছে। তখন আমরা পুলিশে খবর দিই।’
এ সময় অসুস্থ একজনের স্বজনও ছিলেন বলে জানিয়েছেন আদম।
দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
পরে দেড়টার দিকে অসুস্থ তিনজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘণ্টাখানেক পর স্বজনরা উন্নত চিকিৎসার কথা বলে তিনজনকেই বরিশাল নিয়ে যান। তারা হলেন ফোরকান-মাহিনুর দম্পতির ছেলে মাঈনুল, ফোরকানের ভাইয়ের বউ মাহফুজা আক্তার এবং ভাইজি সারা মনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমির সোহেল বলেন, ‘তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের শারীরিক অবস্থা ভালো। কিন্তু রোগীর স্বজনরা এসে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার কথা বলে তাদের নিয়ে গেছে। তাদের কোনো হাসপাতালে রেফার করা হয়নি।’