নগরীতে গাজা সহ সাবেক কাউন্সিলরের ছেলেসহ আটক ৬

দেশ জনপদ ডেস্ক | ২৩:৫০, আগস্ট ১৯ ২০২২ মিনিট

  নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কেডিসি বস্তির কীর্তনখোলা নদীর ঘাট এলাকার একটি কার্গো থেকে গাঁজাসহ সাবেক এক কাউন্সিলরের ছেলেসহ ৬ জনকে আটক করেছে নানী বুড়ি ফাড়ির পুলিশ। এরা হচ্ছে ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনের ছেলে এনা এবং তার সহযোগী অভি ও রাব্বি। এদের কাছ থেকে এক পোটলা গাঁজা উদ্ধার করা হয়। ফাঁড়ির পুলিশের এএসআই মো. বাশার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। এরপর একটি মালবাহীকার্গোর ভিতর থেকে গাঁজাসহ এনা এবং তার ৬ সহযোগীকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। কেডিসি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এনা দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে। এছাড়া এনা নিজেও একজন মাদক সেবী। তার বিরুদ্ধে কেউ কোন কথা বললে তাকে মারধরের শিকার হতে হয়। এনার বিরুদ্ধে কেডিসি ঘাট এবং বস্তির মধ্যে কিশোর গাং দিয়ে ইয়াবার ব্যবসার অভিযোগ রয়েছে।