বাসের ধাক্কায় পিকআপভ্যান পানিতে
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মালামাল বোঝাই একটি পিকআপভ্যান ছিটকে পরেছে পানিতে। এতে বাসের সাতজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী মদিনা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, আকিব পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় পিকআপভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি ছিটকে রাস্তার পাশে পানিতে পরে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সাতজন বাস যাত্রী আহত হন। গুরুতর আহত তিন জনকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।