পিরোজপুরে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি জানানো হয়। আক্রান্ত ওই রোগীর বাড়ি উপজেলার ধাঁনীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে। আক্রান্ত ব্যক্তির বয়স ৩০ বছর। স্থানীয়রা জানায়, তিনি ঢাকার নারায়নগঞ্জে গার্মেন্টেসে চাকরি করতেন। গত ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসলে পরদিন তিনি জ্বর ও সর্দিতে আক্রান্ত হন। পরদিন তিনি করোনার উপসর্গ নিয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ওইদিন তার নমুনা সংগ্রহ করে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জেলা হাসপাতালের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি জানান, ওই রোগী করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যার আগে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।