চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৯, আগস্ট ১৬ ২০২২ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। চকবাজার থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। চকবাজার থানার উপপরিদর্শক রাজীব কুমার বিশ্বাস বলেন, ভবন মালিক ও প্লাস্টিক কারখানার মালিককে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। তাতে ফখরুদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গতকাল সোমবার দুপুরের দিকে চকবাজারে পলিথিন কারখানায় লাগে। এ ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)।