নিজস্ব প্রতিবেদক :: বরিশালে গত ২৪ ঘণ্টায় আরো এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার বয়স ৬০ বছর। আজ সোমবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ল্যাবে ওই রোগীর নমুনা পরীক্ষা করা হলে তা করেনা পজেটিভ আসে। আক্রান্ত রোগীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টরকীবন্দর এলাকায়। এ নিয়ে বরিশাল জেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হলো। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মুহাম্মাদ আমরুল্লাহ জানান, এই নারী জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, মাথা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। তার নমুনা সংগ্রহ করে রবিবার আইইডিসিআরের ল্যাবে পাঠানো হলে সেখান থেকে পরীক্ষার ফলাফলে ওই নারীর শারীরে করেনাভাইরাসের পজেটিভ আসে।