বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে এমপির সমাবেশ!

দেশ জনপদ ডেস্ক | ১৯:২১, আগস্ট ১৩ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজ বন্ধ দিয়ে সমাবেশ করেছেন স্থানীয় এমপি আ স ম ফিরোজ। শনিবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এমপির সমাবেশের কারণে পাঠদান হয়নি ওই কলেজের কয়েশ শিক্ষার্থীর। এছাড়া, এ সমাবেশে যোগ দিতে ২-৩টি ক্লাস নেয়ার পর ছুটি দেয়া হয় কাছিপাড়া ইউনিয়নের আনার কলি মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব কাছিপাড়া দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসা, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ১০ নং আনারশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নং শহিদ জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় , উত্তর পূর্ব কাছিপাড়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দরিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এসব বিদ্যালয়ের প্রধানসহ সব শিক্ষকরা এমপির ওই সমাবেশে যোগ দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, তাদেরকে নির্ধারিত সময়ে এমপির সমাবেশে যোগ দেয়ার জন্য কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নির্দেশ দেন। যে কারণে অনিচ্ছা সত্ত্বেও বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে সমাবেশে যোগ দিয়েছেন। আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, দুই বিষয়ে ক্লাস নেয়ার পর তাদের বিদ্যালয় ছুটি দিয়ে দেয়া হয়। তবে এ বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। কাছিপাড়া আবদুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এ সমাবেশের সভাপতিত্ব করেন কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আক্তার। ওই সমাবেশে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। বিদ্যালয় ছুটি দিয়ে এমপির সমাবেশে শিক্ষকদের যোগ দিতে বাধ্য করায় স্থানীয়দের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।