২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪৯, আগস্ট ১৩ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ও অবৈধ চাঁই ও গড়া জব্দ করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড়, টেংরাবাড়ির কয়েকটি বিলে মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ ২০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। সেইসাথে বেশকিছু নিষিদ্ধ চাঁই ও গড়া জব্দ করা হয়। পরে এগুলো উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।