জেদ্দায় নিজেকে উড়িয়ে দিলেন সৌদি যুবক

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৮, আগস্ট ১২ ২০২২ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী এক যুবকের সন্ধান করছিল। সেই যুবক নিজেকে উড়িয়ে দিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন চারজন। সৌদির সরকারি গণমাধ্যম সৌদি আরব প্রেস এজেন্সি এক খবরে জানিয়েছে, গত বুধবার রাতে জেদ্দায় এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার খোঁজ পেয়ে জেদ্দার কাছে আল সামেরে তাকে গ্রেফতার করতে গিয়েছিল। কিন্তু ওই যুবক তাদের উপস্থিতি টের পেয়ে সুইসাইড ভেস্টের মাধ্যমে নিজেকে উড়িয়ে দের। এই ঘটনায় পাকিস্তানের একজন নাগরিকসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর থেকে জানা যায়, আল সেহরি নামে এই যুবককে কর্তৃপক্ষ একটি মসজিদে হামলার জন্য বিগত ৭ বছর ধরে খুঁজছিল। ২০১৫ সালে ওই আত্মঘাতী হামলায় সৌদি নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হন। সূত্র: আল আরাবিয়া