দুর্বৃত্তদের দেয়া আগুনে নিহত ইউপি সদস্যের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক ॥ দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে নিহত বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন শামিম খানের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মায়ারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, মেহেদি হাসান, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন, সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ শরীফসহ ৪-৫ হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। শামিম খানের পরিবারে তার বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
গত ৯ আগষ্ট দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা দিয়ে দরজার নীচ দিয়ে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের হাত থেকে স্ত্রী ও দুই সন্তানকে রক্ষা করতে গিয়ে শামিমের শরীরের ৬০ ভাগ পুড়ে যায়। বুধবার প্রথমে বরিশাল, পরে শেখ হাসিন জাতীয় বার্ণ ইনিষ্টিটিউটে ভর্তি করা হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শামিমের পরিবার থেকে অজ্ঞাতদের আসামি করে বেতাগী থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।