বরগুনায় ৩ কেজি গাঁজাসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক ॥ মোটরসাইকেলযোগে যাবার সময় ৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করছে বরগুনা থানার টহল পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের আমতলা পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের বাড়ী বরগুনার বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী ও শশাতলী গ্রামে।
বরগুনা থানার এস.আই. মমিন জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৩ টার দিকে আমতলা পাড় এলাকায় টহল দেবার সময় একটি মোটরসাইকেলযোগে ৩ জনকে আসতে দেখে তাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে ইব্রাহিম নামে একজন জানায়, তার বাড়ি বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী। সে কুমিল্লা থেকে এসেছে। অপর দুজন তাকে এগিয়ে নেয়ার জন্য এসেছে।
এস.আই. মোমেন জানান, ইব্রাহীমের কথায় সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশী করে ৩টি প্যাকেটে আলাদা করে ৩ কেজি গাঁজা উদ্বার করে। ইব্রাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাধে স্বীকার করে কুমিল্লা থেকেই গাঁজা নিয়ে এসেছে এলাকায় বিক্রির জন্য। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইব্রাহীম (৩৫)ও ২ সহযোগী শুক্কুর ও রাসেলের বিরুদ্বে মামলা করে আদালতে পাঠিয়েছে। আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।