নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শেরে বাংলা হলের কেয়ারটেকার গোলাম কিবরীয়া৷ নির্ধারিত সময় সকাল ৯টায় অফিসে আসার কথা থাকলেও, অফিসে না এসে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে ৷ এছাড়াও বিভিন্ন সময়ে নিজের রুমে ফ্যান, লাইট জ্বালিয়ে বাহিরে চলে যান ৷
সংশ্লিষ্টরা বলছেন,জ্বালানি তেল ও গ্যাসনির্ভর বিদ্যুৎ উৎপাদন এখন খুবই সংকটে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় সংকটে সারাদেশে লোডশেডিং চলমান রয়েছে ৷ এরপর এই কর্মকর্তা বিদ্যুৎ সাশ্রয়ে উদাসীন যেটা দৃষ্টিকটু৷
(১০ আগস্ট) সকাল ১১ টায় তার অফিসে হলের বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি৷ এ বিষয়ে সেকশন অফিসার জসীমউদ্দীন বলেন, এই অফিসে আসবে এ বিষয়ে কথা বলতে তাকে ফোন দেন আপনারা ৷
ফরহাদ নামের এক আবাসিক শিক্ষার্থী জানান, হলের সমস্যা নিয়ে গেলে প্রায় তাকে রুমে পাওয়া যায় না৷ আমরা অভিযোগটা কার কাছে দেব?
জানা যায়, গত ইদের আগে পনেরোদিন ছুটি কাটিয়েছেন৷ ছুটিই তার যেন পছন্দের চাকুরি৷ তারপরও অধিকাংশ দিন তিনি অফিসে দেরি করে আসেন।
এ বিষয়ে প্রতিবেদক অভিযুক্ত গোলাম কিবরীয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ব্রিজের নিচে ৷ অন্য আরেকজন শিক্ষার্থী ফোন দিলে বলেন, আমি ক্যাম্পাসের সামনে আছি৷ নানারকম মিথ্যা কথা বলে তার অপরাধ ঢাকার চেষ্টা করেন ৷
বিষয়টি শেরে বাংলা হলের প্রোভোস্ট আবু জাফর মিয়াকে জানালে তিনি বলেন, বিষয়টি আমি দেখবো এবং যথাযথ ব্যবস্থা নিব ৷