সরকারি কাজে বাঁধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি

দেশ জনপদ ডেস্ক | ০০:২২, আগস্ট ০৯ ২০২২ মিনিট

মোঃ বশির আহাম্মেদব// বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিনে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন হতে দূর্গাপাশা এলাকা রক্ষায় ৭ নং প্যাকেজের নদী ভাঙ্গন রোধের মেগা প্রকল্পের কাজে বাঁধা ও কর্মকর্তাদের হুমকি প্রকল্পের চলমান কাজের বিরুদ্ধে অপপ্রচার করায় বাকেরগঞ্জ থানায় ৮ আগস্ট পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো: রেজাউল করিম চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে একটি সাধারন ডায়রী করেছেন। প্রকল্পের কাজের সাব-কন্ট্রাক্টর জিএম মাসুদ জানান, গত ৬ আগস্ট দুপুর ১২ টায় বর্তমান চেয়ারম্যান হানিফ তালুকদার তার বাহিনী নিয়ে প্রকল্পের কাজে ব্যাবহারিত বলগেটের চুকানীকে মারধর করে মোবাইল ফোন ভেঙ্গে ফেলে। হানিফ তালুকদার চুকানীকে হত্যার হুমকি দিলে ভয়ে সে পালিয়ে যায়। মেগা প্রকল্পে কার্মরত পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ এবং টাক্সফোর্স সদস্যদের বিরুদ্ধে কাজে অনিয়ম মিথ্যা অভিযোগ তুলে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেয়। তিনি আরো জানান, চেয়ারম্যান হানিফ তালুকদার এর সহযোগী জাকির জোমাদ্দার এর মাধ্যমে জিএম মাসুদ এর ব্যাবসায়িক সেয়ার মনির খলিফার কাছে মুঠোফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। স্থানীয়রা অভিযোগ করে জানান, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা দেওয়া নদী ভাঙ্গন রোধের মেগা প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছিল। নদী ভাঙ্গন রোধের কার্যক্রমে বর্তমান চেয়ারম্যান ও তার বাহীনি বাধা প্রদান করে কাজ বন্ধ করে দিয়েছে। কাজ বন্ধ হয়ে যাওয়ায় ইউনিয়ন বাসির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাঙ্গন রোধের প্রকল্পের কাজ দ্রুত চালু করে ইউনিয়ন রক্ষার দাবি জানান তারা। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক চন্দ্র দাস জানান, দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান ও সন্ত্রাসীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়েছে ও আতংক সৃষ্টি করেছে। চেয়ারম্যান প্রকল্পের তার নিয়ন্ত্রণাধীন কাজে ব্যাবহারে অনউপযোগী বালু ব্যাবহারের জন্য কর্মকর্তাদের বাধ্য করার অপচেষ্টা চালায়। কর্মকর্তারা তার কথায় কাজ না করায় তাদেরকে দুই ঘন্টা আটকে রেখে খারাপ ব্যাবহার করেছে। এবং চলমান প্রকল্পের কাজের অপপ্রচার করেছে। এমন অস্থিতিশীল পরিবেশে প্রকল্প এলাকায় অবস্থান আমাদের জন্য নিরাপদ নয় বলে আশংকা করেন। তিনি আরো জানান, প্রয়জনিয় ব্যাবস্থা গ্রহনের জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে উপ সহকারী প্রকৌশলী মো: রেজাউল করিম বাকেরগঞ্জ থানায় একটি জিডি করেছে।