বরিশালে চাল চুরির অভিযোগে কিশোরীকে মারধর

দেশ জনপদ ডেস্ক | ১৯:২০, আগস্ট ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের আগৈলঝাড়ায় মিথ্যা চাল চুরির অপবাদে রশি দিয়ে বেঁধে এক কিশোরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, রোববার সন্ধ্যার পরে উপজেলার ফুল্লশ্রী গ্রামের হিমু হাওলাদারের বাড়িতে কাজের মজুরির টাকা আনতে যায় একই এলাকার আলমগীর পাইকের ছেলে কিশোর সাব্বির পাইক (১৭)। হিমু হাওলাদার চাল চুরির মিথ্যা অপবাদ দিয়ে রশি দিয়ে বেঁধে সাব্বিরকে মারধর করে। এ সময় হিমু হাওলাদার ঘর থেকে একটি রামদা বের করে জবাই করে হত্যার হুমকি দেয় সাব্বিরকে। কিশোর সাব্বির জানায়, আমি এবং আমার এলাকার জিয়া ফকির হিমুর বাড়িতে রোববার দিন স্যানেটারির কাজ করি। সন্ধ্যার পরে মজুরির টাকা চাইতে গেলে হিমু ফকির তার ঘর থেকে দুই কেজি চাল চুরি হয়েছে এমন মিথ্যা অভিযোগ দিয়ে টাকা না দিয়ে উল্টো আমাকে রশি দিয়ে বেঁধে হিমু ও তার পরিবারের লোকজন মারধর করে। এ সময় হিমু তার ঘর থেকে বড় একটা রামদা বেড় করে জবাই করে হত্যার হুমকি দেয়। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিশোর সাব্বিরের মা কহিনুর বেগম জানান, বিনা অপরাধে মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার ছেলেকে মারধর করা হয়েছে। আমার ছেলেকে মারধরের ঘটনায় বিচারের দাবি করছি। এ ঘটনায় কহিনুর বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত হিমু হাওলাদার জানান, সাব্বির আমার বাড়িতে স্যানেটারি কাজ করেছে। সে সন্ধ্যার পরে আমার বাড়িতে কাজের টাকা চাইতে আসলে তার কাছে চাল চুরির বিষয়ে জানতে চাইলে তার সাথে বাকবিতন্ডা হয়। কিন্তু রশি দিয়ে বেঁধে মারধরের ঘটনা অস্বীকার করেন হিমু হাওলাদার। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এক কিশোরকে মারধরের ঘটনায় তার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।