পাম্পে পাম্পে হানা, কম তেলে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫১, আগস্ট ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  পরিমাপে কম দেয়া ও যথাযথাভাবে সরবরাহ না করার অপরাধে বরিশাল নগরীর দুটি পেট্রল পাম্পকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব এই জরিমানা করেন। অভিযানে নির্ধারিত মাপের চেয়ে কম দেয়ায় মেসার্স ইসরাইল তালুকদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার ও মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নগরীর কাশিপুর এলাকার সুরভী পেট্রল পাম্পে সবকিছু সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে বলে দেখা গেছে।