রাতের আঁধারে পুকুরে বিষ ঢেলে মাছের সাথে শত্রুতা
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার তালতলীতে একটি পুকুরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির সব মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার গভীর রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন মাছ চাষি মো. আজিজুর রহমান গাজী। তিনি বলেন, ৬৬ শতাংশ জায়গার উপর পুকুর খনন করে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন তিনি। দিনরাত খেয়ে না খেয়ে এ মাছের পুকুরে সময় দিয়ে দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেন। মাছ চাষে তার প্রায় ৫ লক্ষ টাকা খরচ হয়েছে। রাতের আঁধারে কে বা কারা বিষ প্রয়োগ করায় তার সব ছোট-বড় মাছ মরে গেছে।
স্থানীয় কৃষক আব্দুস সোবহান বলেন, দুপুর নাগাদ পুকুরে প্রচুর মাছ মরে ভেসে উঠতে দেখি। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পুকুরের পাড়ে বিষ প্রয়োগের আলামত দেখতে পাই। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. শাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।