আগৈলঝাড়ায় ইমামদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগে আক্রান্ত ইমামদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার ফুল্লশ্রী নুরে-এ মদিনা জামে মসজিদে উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তার ৫৮ হাজার টাকার চেক ৪ জন ইমামদের মাঝে বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, বরিশাল জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা নেছার উদ্দিন খান, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইমরান, সহ-সভাপতি মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আবু এসাহাক, মাওলানা শওকত আলী নুর প্রমুখ।
এসময় উপজেলার ৪ জন ইমাম বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে ৫৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।