বরিশালে ইয়াবা ও গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মৃত হাশেম কাজীর ছেলে কাজী ইব্রাহিম ও বার্থী গ্রামের রাজু বয়াতীর ছেলে কালু বয়াতী ওরফে হাতকাটা কালু।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ডুমুরিয়া এলাকায় অভিযান চালায় উপ-পরিদর্শক মো. শাহজাহান ও এএসআই এসএম আসাদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কাজী ইব্রাহিম ও কালু বয়াতীকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।