বরিশালে গাঁজাসহ আটক ২

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৫, আগস্ট ০৬ ২০২২ মিনিট

  নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে আটক করা হয় তাদের। এরা হলো খুলনার দৌলতপুর রেলগেট এলাকার বিষু শীল ওরফে সুধীর (৩৩) ও চাঁদপুরের কচুয়া থানার ডুমুরিয়া এলাকার মো. আলমগীর হোসেন (৩১)।   আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।