সিদ্ধিরগঞ্জে আরো একজনের করোনা শনাক্ত

কামরুন নাহার | ২০:৩৩, এপ্রিল ১২ ২০২০ মিনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩০ বছর বয়সী আরো এক করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই রোগী নারী। তিনি নাসিক ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল আবাসিক এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, কিছুদিন পূর্বে ওই নারী জ্বরে আক্রান্ত হয়। পরে ৭ এপ্রিল ঐ নারীর কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। ১১ এপ্রিল রাতে সেই রিপোর্ট আসে। এতে তার করোনা পজিটিভ পাওয়া যায়। সে বর্তমানে নাসিক ১ নম্বর ওয়ার্ডের ২/১ হিরাঝিল আবাসিক এলাকার ৩৫২ নম্বর বাড়িতেই আছে। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জানান, রবিবার বিষয়টি জেনেছি। বিষয়টি জেনে আমি তাদের পরিবারের সাথে কথা বলেছি। ওই বাড়ির সবাইকে আমরা বাইরে বের হতে না করেছি। তাদের যাবতীয় সুবিধা-অসুবিধা এখন থেকে আমি পর্যবেক্ষণ করবো এবং সেই মোতাবেক কাজ করব। এ ছাড়াও ঐ বাড়িতে ২ জন শিশু আছে তাদের জন্য শিশু খাদ্য (দুধ), হেক্সিসল ও অন্যান্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছি। করোনা রোগী শনাক্তের কথা স্বিকার করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. রুবেল হাওলাদার জানান, করোনা রোগে আক্রান্ত নারীকে আজ দুপুরে কাঁচপুর সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। এ ছাড়া ঐ পরিবারের ৮ জন সদস্য এখনও সুস্থ। ওই বাড়ি থেকে কাউকে বাইরে বের হতে নিষেধ করেছি এবং কাউকে ওই বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছি।