ভোলায় ওসিসহ ৩৬ পুলিশের সদস্যের বিরুদ্ধে মামলা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩২, আগস্ট ০৪ ২০২২ মিনিট

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরে সংর্ঘষে সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় ওসিসহ ৩৬ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলী হায়দারের আদালতে নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে এই হত্যা মামলা দাখিল করেন।
হত্যা মামলায় ভোলা মডেল থানার ওসি তদন্ত আরমান হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরো ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী আমিরুল ইসলাম বাছেত মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। মামলার এজহারে বলা হয়েছে, গত ৩১ জুলাই তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম ভোলা থানার ওসি (তদন্ত) আরমান হোসেনের গুলিতে নিহত হন। তিনি জানান, আবদুর রহিম নিহতের ঘটনায় ৩০২ এবং ৩৪ ধারায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আদালতে ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন।