স্বেচ্ছাসেবকলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় নবগঠিত জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ক্ষুব্ধ নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। আজ বুধবার বেলা ১২ টায় শহরের প্রেসক্লাবে সামনের রাস্তায় পদবঞ্চিত ত্যাগী তৃণমূল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, মাকসুদুর রহমান, সহসভাপতি মো. রাছেল প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবকলীগের নেতা মো. জাকির হোসেন মিয়াজি, সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হোসেন, এম রহমান রুবেলসহ শতাধিক পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৫ জুলাই কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগের যে আংশিক কমিটি ঘোষণা দেয়া হয়েছে তার মধ্যে অধিকাংশই ভোলার রাজনীতি করেনি। এমনকি দলে কোন সাংগঠনিক ভূমিকা নেই। তারা আরো অভিযোগ করেন ত্যাগী, নির্যাতিত-নিপীড়িত কর্মীদের বাদ দিয়ে অযোগ্য অর্বাচীন ও হাইব্রিডদের দিয়ে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি বিলুপ্ত করে দলের ত্যাগী যোগ্য নেতৃবৃন্দকে নিয়ে পুণরায় কমিটি করার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করার হুঁশিয়ারি দেন তারা। পরে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।