রাঙ্গাবালীতে বৃষ্টি জন্য নামাজ আদায় করেণ মুসল্লিরা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৬, আগস্ট ০২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  টানা খরায় বৃষ্টির জন্য হাহাকার শুকিয়ে গেছে ফসলি জমি। শ্রাবণের মাঝামাঝিতেও বৃষ্টি হচ্ছে না। ফলে আমন আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালীতে আল্লাহর রহমতের জন্য বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ ও দোয়া করা হয়েছে। উপজেলার বাহেরচর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজ আদায় করেণ আলেম উলেমা ও সাধারণ মুসল্লিরা। এতে নামাজ আদায় ও মোনাজাত করেছেন চার শতাধিক ধর্মপ্রাণ মানুষ। উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ বলেন, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ২৮ হাজার ২ শত ৬০ হেক্টর জমি।