ইভিএম নিয়ে আ’লীগ নেতার বিতর্কিত মন্তব্যর তদন্ত শুরু

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৬, আগস্ট ০২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিয়ে আওয়ামী লীগ বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আজ বুধবার (৩ আগস্ট) সরেজমিন তদন্ত করবেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। এ বিষয়ে বাউফল প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের চিঠি দিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে। উল্লেখ্য নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের উপনির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার চেয়ারম্যান প্রাথী ইব্রাহিম ফারুকের নির্বাচনী সভায় জেলা আওয়ামী লীগের নেতা জোবায়দুল হক রাসেল বলেছিলেন ‘ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই।’ এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হয়। যা বিভিন্ন গণমাধ্যম ও ইলেট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।   আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য নিয়ে সব মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বিব্রত বোধ করেন প্রশাসনের কর্তাব্যক্তিরাও। আর সাধারণ ভোটারদের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়। এ বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) নজরে আসার পর গত ২৫ জুলাই ওই ইউনিয়নের উপনির্বাচন চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়।