অবৈধভাবে মাটি কাটায় ৫ জনকে লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জের তুলাতলী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটায় পাঁচ জনকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা হয়েছে।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজ না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে।
সোমবার (১ আগস্ট) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন- শাহিন গোলদার (৩০), কবির সানা (৩৫), আসাদ গাজী (৩৫), শহিদুল সরদার (৪৫) ও জিয়ারুল গোলদার (৩০)।
জানা গেছে, সরকারি আদেশ অমান্য করে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে তুলাতলী নদী তীরবর্তী এলাকার মাটি কেটে আসছিল। আর মাটি কাটার এ অভিযোগ পেয়ে অভিযানে যায় উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় ৫ জনকে আটক করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বাধীন অভিযানিক দল।
সহকারী কমিশনার (ভূমি) জানান, আটক ৫ জনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।