নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের কীর্তনখোলা নদীর পাড় থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নগরীর পলাশপুরের মোহাম্মদপুর সংলগ্ন নদীর পাড় থেকে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
ওসি বলেন, ‘সকালে তরুণীর মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। থ্রি পিস পরিহিত তরুণীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‘অর্ধগলিত মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’