নগরীতে 3S পেস্ট্রি শপ’র মালিক ও সহযোগী ফেন্সিডিল সহ আটক

দেশ জনপদ ডেস্ক | ১১:২৯, জুলাই ২৯ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে 3S পেস্ট্রি শপ এর মালিক ও তার সহযোগীকে ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ০৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। ডিবি পুলিশ সূত্র জানা গেছে, বিএমপি গোয়েন্দা শাখার জোন-২ এর টিম-২ গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১১নং ওয়ার্ডস্থ শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম গেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় 3S পেস্ট্রি শপ এর মালিক আলাউদ্দিন আজাদ (৪২) ও তার সহযোগী জুয়েল হাওলাদার (৩০) কে ৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। জানা গেছে, আলাউদ্দিন আল আজাদ (৪৫) বরিশাল নগরীতে একাধিক পেস্ট্রি শপ এর মালিক। নগরীর রুপাতলী হাউজিংয়ের চান্দু মার্কেট এলাকার বাসিন্দা মোঃ মহিউদ্দিন মৃধার ছেলে।আলাউদ্দিনের গ্রামের বাড়ি বাখেরগঞ্জের বালিগ্রামে। তার সহযোগী মোঃ জুয়েল হাওলাদার (৩০) কাউনিয়া ১ম গলি বাঁশতলা এলাকার হাওলাদার বাড়ীর বাসিন্দা মোঃ আঃ রহিম হাওলাদারের ছেলে। তারা উভয়েই দীর্ঘদিন যাবত পেস্ট্রি শপ এর আড়ালে ফেন্সিডিল ব্যবসা চালিয়ে আসছে। এর আগেও বেশ কয়েকবার তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান ব্যর্থ হয়েছে। তবে এবার আর শেষ রক্ষা হলে না। জানা গেছে, থ্রি এস পেস্ট্রি শপের মালিক আলাউদ্দিন বিভিন্ন মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলা নং ৭৭/২০১৯ ও ৯২৫/১৯। থ্রি এস পেস্ট্রি শপের আড়ালে মাদক ব্যবসা করে কোটি টাকার মালিক বনে গেছেন তারা। বরিশাল শহরে তাদের রয়েছে ৪টি শোরুম। বরিশালের বাহিরে পটুয়াখালী ও ঝালকাঠিতে রয়েছে তাদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এসব শোরুমের পাশাপাশি চলে মাদকের রমরমা ব্যবসা। রয়েছে মানব পাচারের ব্যবসাও। মেডিকো ট্রাভেল নামে ভুয়া এজেন্সি খুলে বিদেশ পাঠানোর কথা বলে হাতিয়ে নিয়েছে মানুষের লক্ষ লক্ষ টাকা। এ ব্যবসার মূল হোতা আলাউদ্দীনের বড় ভাই জসিম। এদিকে গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং জি,আর ৫৮৬/২০২২।