প্রাণ ফিরে পেলেও মানা হয়নি গঠনতন্ত্র

দেশ জনপদ ডেস্ক | ২৩:৫৩, জুলাই ২৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৩২ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তবে দেশের সবচেয়ে প্রাচীন এ ছাত্রসংগঠনটির গঠনতন্ত্র তোয়াক্কা না করায় অনুমোদিত কমিটি নিয়ে নগরীর জুড়ে চলছে বিতর্ক। শনিবার (২৩ জুলাই) দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ৩২ সদস্যের কমিটির তালিকা জয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। আগামী তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়। কমিটিতে ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্নাকে আহবায়ক করা হলেও তিনি ইতিমধ্যে বরিশাল জেলা বাস মালিক গ্র“পের কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন। এছাড়াও চলতি মাসে গঠিত বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। জানা গেছে, রইজ আহম্মেদ মান্না বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ থেকে চলতি বছর এলএলবি সম্পন্ন করেছেন। পাশাপাশি বিয়ের কাজটাও সম্পন্ন করেছেন কয়েক বছর আগেই। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। কমিটিতে মোঃ মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। উভয়ের নেই ছাত্রত্ব। কিছুদিন পূর্বে বিয়ে করেছেন। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এদিকে ছাত্র সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী অছাত্র, বিবাহিত বা কোন শ্রমিক ছাত্রলীগের কোন কমিটিতে অনুন্তর্ভুক্ত হতে পারবেন না। এমন নির্দেশনার থাকার পরও বিবাহিত ও অছাত্রদের নিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। কমিটির বাকি ২৯ জন মধ্যেও আছে অছাত্র ও বিবাহিত সদস্য। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফয়সাল বারী নয়ন, কিসমত শাহারিয়ার হাসান (হৃদয়), হাছিবুর রহমান রাঞ্জন, মাহাবুর হাসান অমিত, ইয়াসিন আরাফাত, মো: সাইফুল ইসলাম পারভেজ, মো: আফজাল হোসেন পারভেজ, রাশেদুল ইসলাম আকাশ, আকাশ শিকদার, মোঃ রোমান হাওলাদার, মোঃ সিরাজুল ইসলাম রাকিব, আরিফুর রহমান অনিক, আহাম্মেদ রেদওয়ান ফাহিম, সাজ্জাদ আহাম্মেদ শান্ত, মোঃমিরাজুল ইসলাম, মোঃ আল-আমিন, মোঃ শাওন রাব্বি, জামাশেদ আল ফাতাহ, শেখ তৌহিদুল ইসলাম, সাগর দেবাথ, রিয়াজ মল্লিক, তৌহিদুল ইসলাম শাওন, জয় মালি, রাফিজুল সান, হান্নান মল্লিক অভি, পারভেজ সিকদার, মোঃ ইমন রহমান সিকদার, ফয়সাল বিন জাবেদ এবং মাহাফুজুর রহমান। প্রসঙ্গত, ২০১১ সালে জসিম উদ্দিনকে সভাপতি, অসীম দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং তৌছিক আহম্মেদ রাহাতকে সাংগঠনিক সম্পাদক করে মহানগর ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। সেটি আর পূর্নাঙ্গ রূপ পায়নি। এর মধ্যে তৌছিক আহম্মেদ রাহাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টোর অফিসার পদে চাকরির সুবাদে রাজনীতি থেকে সড়ে দাঁড়ান। অন্যদিকে ২০১৭ সালে অসীম দেওয়ান একটি মামলায় গ্রেপ্তারের পর তিনি আর বরিশালে ফেরেননি। ওই সময়ে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া ২০২১ সালের ২৫ মে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেইসঙ্গে মহানগর ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।