প্রান ফিরে পেলো বরিশাল মহানগর ছাত্রলীগ

দেশ জনপদ ডেস্ক | ১২:০১, জুলাই ২৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৩২ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত বরিশাল মহানগর ছাত্রলীগের ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান জয় তার বরিশাল মহানগর ছাত্রলীগের ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদনের তালিকা তার ফেইসবুক পেইজ থেকে সোস্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক করে বরিশাল মহানগর ছাত্রলীগের ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। জানা যায়,আগামী তিনমাসের জন্য এই কমিটি অনুমোদনের কথাও বলা হয়েছে। কমিটিতে রইজ আহমেদ মান্নাকে আহবায়ক, মোঃ মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফয়সাল বারী নয়ন, কিসমত শাহারিয়ার হাসান (হৃদয়), হাছিবুর রহমান রাঞ্জন, মাহাবুর হাসান অমিত, ইয়াসিন আরাফাত, মো: সাইফুল ইসলাম পারভেজ, মো: আফজাল হোসেন পারভেজ , রাশেদুল ইসলাম আকাশ, আকাশ শিকদার, মোঃ রোমান হাওলাদার, মোঃ সিরাজুল ইসলাম রাকিব, আরিফুর রহমান অনিক, আহাম্মেদ রেদওয়ান ফাহিম, সাজ্জাদ আহাম্মেদ শান্ত, মোঃমিরাজুল ইসলাম, মোঃ আল-আমিন, মোঃ শাওন রাব্বি, জামাশেদ আল ফাতাহ, শেখ তৌহিদুল ইসলাম, সাগর দেবাথ, রিয়াজ মল্লিক, তৌহিদুল ইসলাম শাওন, জয় মালি, রাফিজুল সান, হান্নান মল্লিক অভি, পারভেজ সিকদার, মোঃ ইমন রহমান সিকদার, ফয়সাল বিন জাবেদ এবং মাহাফুজুর রহমান। এর আগে গত ২০২১ সালের ২৫ মে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়। একই সঙ্গে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটিও বিলুপ্তি করা হয়েছে। উল্লেখ্য, ২০১১ ইং সালে সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অসীম দেওয়ান ও তৌছিক আহমেদ রাহাত কে সাংগঠনিক সম্পাদক করে সবশেষ বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি গঠন হয়েছিল। ৩২ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয়াতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে বরিশাল মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন হওয়াতে প্রান ফিরে পেলো বরিশাল মহানগর ছাত্রলীগের নেতা কর্মীরা। সোসালমিডিয়া পাড়ায় এ খবর ছড়িয়ে পরায় আহবায়ক রইজ আহমেদ মান্না সহ কমিটির সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ফেইসবুকে পোস্ট করছে বরিশাল মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বরিশাল সিটির ৩০ টি ওয়ার্ডের ছাত্রলীগের নেতা কর্মীরা।