নিজেস্ব প্রতিবেদক।বরিশাল নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড এলাকায় ১০৪ নং দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় গতকাল বরিশাল কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভীন রিনা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিসিসি'র ১৬ নং ওয়ার্ডের গোরাচাঁদ দাস রোড ব্রাউন কম্পাউন্ড এলাকায় ১০৪ নং দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ জুলাই বুধবার রাত আনুমানিক এশা থেকে ফজরের আগ পর্যন্ত সময়ের মধ্যে চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভেন্টিলেটর ভেঙে অজ্ঞাত নামা ব্যক্তিগন স্কুল ভবনের নিচতলায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্টিলের আলমারি ভেঙে কাগজপত্র এলোমেলো করে ১টি প্রজেক্টর মেশিন, ২টি সাউন্ড বক্স, ২টি স্পিকার ও ফ্যান নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ সহ স্থানীয়রা এই চুরির ঘটনায় নিজেদের মধ্যে আতঙ্কে রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৮:৩০ মিনিটে প্রতিদিনের ন্যায় স্কুল খুলতে এসে আয়া নিপা রানী প্রধান শিক্ষকের রুমের উপর ভেন্টিলেটর ভাঙা দেখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ফোনে অবহিত করেন। পরে তারা এসে রুমের ভিতরে স্টিলের আলমারি ভাঙা সহ কাগজ-পত্র এলোমেলো দেখতে পায়। এরপর স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জুয়েল রাফিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভীন রিনা কল করে চুরির ঘটনা জানালে তিনি তাৎক্ষণিকভাবে স্কুলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে নিয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জুয়েল রাফি জানান, বুধবার গভীর রাতে স্কুলের প্রধান শিক্ষকের রুমের উপর ভেন্টিলেটর ভেঙে রুমের ভিতরে প্রবেশ করে প্রজেক্টর, সাউন্ডবক্স, স্পিকার সহ ফ্যান খুলে নিয়ে যায়। প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে চোর সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান।