চরফ্যাসনে স্বপ্নের বাড়ি পেলেন ১৬০ গৃহহীন
নকীব কাজী, চরফ্যাসন ॥ মুজিববর্ষের প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আর ও ১৬০টি সেমি পাকা ঘরের চাবি ও জমির দলিল পেয়েছেন ভোলার চরফ্যাসনের ৫টি ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীন পরিবার। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে আয়োজিত সভায় এসব ঘরের চাবি ও দলিল ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়।
জানাযায়, আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে চরফ্যাসন উপজেলার ৫টি ইউনিয়নে ১৮২টি ঘর বরাদ্দ হয়। এর মধ্যে হাজারীগঞ্জ ইউনিয়নে ৯০টি, জাহানপুর ইউনিয়নে ৩৬টি, ওসমানগঞ্জ ইউনিয়নে ৩৩টি, নজরুল নগর ইউনিয়নে ১৩টি ও নুরাবাদ ইউনিয়নে ১০টি ঘর নির্মান কাজ সমাপ্ত হয়েছে। বরাদ্দকৃত এসব ঘর গুলো প্রতিবন্ধী পরিবার, স্বামী পরিত্যক্তা পরিবার, স্বামী-স্ত্রী সন্তানসহ অসহায় ভূমিহীন পরিবার, শ্বশুর বাড়িতে আশ্রিতদের মধ্যে বরাদ্দ দেয়া হয়। ইতিমধ্যে নির্মান কাজ সমাপ্ত হওয়া ১৬০টি ঘরের চাবি ও জমির দলিল সুবিধাভোগিদের হাতে হস্তান্তর করা হয়েছে। অপর বরাদ্দকৃত ২২টি ঘর পূর্বেই নির্মান কাজ সমাপ্ত হওয়ায় সম্প্রতি সময়ে গৃহহীনদের মঝে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ঘরগুলো নির্মাণে সর্বোচ্চ সর্তকতার অবলম্বন করা হয়েছে। ঘর নির্মানে উন্নত মানের মালামাল ব্যবহার করা হয়েছে। চরফ্যাসন উপজেলায় মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে ৪০০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসিত করা হয়েছে।
এসময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ থানা পুলিশের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন।