কলাপাড়া উপজেলা চেয়ারম্যান ও ছেলের বিরুদ্ধে মামলা

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালী-৪ আসনের এমপি মহিব্বুর রহমানের ভাইয়ের চার নির্মাণ শ্রমিককে পিটিয়ে আহতের ঘটনায় কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার ৩ জুলাই নির্মাণাধীন ভবনের ইঞ্জিনিয়ার মো. অহিদুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় উপজেলা চেয়ারম্যানের ছেলে রাহাতকেও আসামি করা হয়েছে।
মামলার সত্যতা স্বীকার করে কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মামলায় বাদী বলেন, নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে বাতাসে বালু উড়ে গিয়ে পার্শ্ববর্তী উপজেলা চেয়ারম্যানের বাসভবনের ওপর পড়ে। এতে তিনি শ্রমিকদের গালমন্দ করেন। এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ভবনের ওপর উঠে স্টিলের পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে কর্মরত শ্রমিক আবুল কালাম, চুন্নু মিয়া, খাদেম ও উজ্জ্বলকে আহত করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান বলেন, ভবন নির্মাণে নিয়মনীতি না মেনে স্থানীয় এমপি মহিব্বুর রহমানের বড় ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি) আমার বাসভবনের পাশে বহুতলা ভবন নির্মাণ করছেন।
প্রতিনিয়ত নির্মাণসামগ্রী ছিটকে পড়ে আমার বাসার পরিবেশ নষ্ট করছে এবং আমার পরিবারের মাঝে আতঙ্ক ও ঝুঁকি বাড়াচ্ছে। এর আগেও আমার গৃহকর্মী আহত হয়েছে। ঘটনার দিন আমার গায়ে নির্মাণসামগ্রী পড়েছে, যা নিয়ে একাধিকবার নির্মাণ কাজে সতর্ক করা হলেও তারা তা মানেনি। তাই একটি কাঠের টুকরা হাতে নিয়ে শ্রমিকদের মৃদু আঘাত করেছি।