বরিশালে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

দেশ জনপদ ডেস্ক | ২২:৪৬, জুলাই ০১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল মহানগর বিএনপির সদস্য ও সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লার ওপর হামলা চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মচারী ও দালালদের বিরুদ্ধে। বুধবারের (২৯ জুন) এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার গিয়াস উদ্দিন বাবুলের লাশ নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। সমাবেশে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন নেতারা। বৃহস্পতিবার জোহরের নামাজের পর নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বিএনপি নেতা গিয়াস উদ্দিন বাবুল মোল্লার জানাজা হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির। তাঁরা বলেন, রোগীর সঙ্গে দালালদের প্রতারণার প্রতিবাদ করায় বাবুল মোল্লাকে পিটিয়ে এবং অটোরিকশায় চাপা দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু একটি মহল একে সড়ক দুর্ঘটনা বলে প্রচার চালিয়ে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করছে। জানাজা শেষে গিয়াস উদ্দিন বাবুল মোল্লার লাশ নিয়ে নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিল করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। তিনি ঘোষণা দেন, শনিবার গিয়াস উদ্দিন বাবুল মোল্লার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নগরীতে মানববন্ধন, রোববার অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান এবং সোমবার দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। নিহত গিয়াস উদ্দিন বাবুল মোল্লার ভাই আবুল কালাম মোল্লা ও নূরে আলম বাদল মোল্লা অভিযোগ করেছেন, বুধবার দুপুরে নগরীর জর্ডন রোডে গেইন ডায়াগনস্টিক সেন্টারের সামনে মালিক-কর্মচারী ও দালালদের হামলায় বাবুল মোল্লা নিহত হয়েছেন। বৃহস্পতিবার শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর বিকেলে পারিবারিক কবরস্থানে গিয়াস উদ্দিন বাবুল মোল্লাকে দাফন করা হয়েছে। অভিযুক্ত গেইন ডায়াগনস্টিক সেন্টারের সামনে মালিক রফিকুল ইসলাম বলেন, গিয়াস উদ্দিন বাবুল মোল্লা তাঁদের ডায়াগনস্টিক সেন্টারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর তাঁকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেওয়া হলে তিনি মারা যান। তাঁর ওপর ডায়াগনস্টিক সেন্টারের কেউ হামলা চালায়নি। এ ব্যাপারে বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বৃহস্পতিবার বিকেলে সমকালকে বলেন, গিয়াস উদ্দিন বাবুল মোল্লার মৃত্যুর ঘটনায় কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগ থাকায় ময়নাতদন্ত করা হয়েছে। হত্যার অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।