অকালেই চলে গেলেন তানজিল

দেশ জনপদ ডেস্ক | ২৩:৩০, জুন ২৬ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পৃথিবীর মায়া ছেড়ে অকালেই চলে গেলেন তানজিল আহসান। মাত্র ৩৫ বছরে বয়সে পরপারে পাড়ি দিলেন এই যুবক। বাবা বীর মুক্তিযোদ্ধা রফিকুল আহসান (বীর প্রতীক)। তারই বড় ছেলে তানজিল আহসান। নগরীর ১৬নং ওয়ার্ড এর ব্রাউন কম্পাউন্ড এলাকার দুর্গাপাশা আফতাব কুটিরে পরিবার নিয়ে বসবাস করতেন। গত শনিবার রাত ২টার দিকে ঢাকায় নিজ বাসায় হঠাৎ বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন। কিন্তু ব্যাথা ক্রমশ বাড়তে থাকায় ভোর রাত ৫টার দিকে স্ত্রীকে ফোনে প্রচণ্ড বুকের ব্যাথার কথা জানায়। পরে তার স্ত্রী ঢাকায় তাদের আত্মীয়-স্বজনদের তানজিলের মুমূর্ষুর কথা জানালে তারা তানজিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চাচার কোম্পানিতে চাকরির সুবাধে ঢাকায় থাকতেন তানজিল। গতকাল রবিবার বাদ মাগরিব ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে তানজিলের জানাজা নামাজ আদায় করা হয়। রাত ৮টায় নগরীর মুসলিম গোরস্থানে বাবার কবরে তাকে দাফন করা হয়। শিশু বয়সেই মুক্তিযোদ্ধা বাবাকে হারিয়ে একমাত্র ছোট ভাই ও মাকে নিয়ে অনেক সংগ্রাম করে বেঁচে থাকতে হয়েছে। আজ সেই একমাত্র জমজ ভাই তানভীর ও মাকে ফেলে বাবার কাছে পারি দিলেন তানজিল। পাঁচ বছরের ফুটফুটে একটি শিশু কন্যা রয়েছে তার। নগরীর ১৬ নং ওয়ার্ড আ.লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। আ.লীগের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে কর্মীদের নিয়ে অংশগ্রহণ করতেন তিনি। তার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক দেশ জনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমন। এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও শোক জানিয়েছে ১৬নং ওয়ার্ড আ.লীগ সহ এলাকার সর্বস্তরের জনগন।