করোনায় আক্রান্ত হয়ে মারা যান বরগুনার আমতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার হোসেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে বরগুনা স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি জানানো হয়। এরআগে, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দেলোয়ার হোসেন আমতলী পৌর শহরের নিজ বাড়িতে মারা যান। এ ঘটনা পর ওই বাড়িসহ ১০ বাড়ি লকডাউন করেছে আমতলী উপজেলা প্রশাসন।বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বাংলানিউজকে জানান, জিএম দেলোয়ার হোসেন করোনার লক্ষণ নিয়ে বৃহস্পতিবার মারা যান। এর আগে, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়। শুক্রবার দুপুরে প্রতিবেদন আসে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তবে দেলোয়ার হোসেনের পরিবারের দাবি, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।