গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নছিমনচালক নিহত
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় খোকন সিকদার (৩০) নামে এক নছিমনচালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুন) দিনগত রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খোকন উপজেলার শাহাজিরা গ্রামের খলিল সিকদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শনিবার (২৫ জুন) দুপুরে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার বিপুল হোসেন জানান, শুক্রবার দিনগত রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে নছিমনের মুখোমুখি সংষর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমনচালক খোকন নিহত হন।
পাশাপাশি এ ঘটনায় তুহিন নামে নছিমনের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুহিন জেলার ডাসার উপজেলার পূর্ব খান্দানী গ্রামের বাসিন্দা।