বাস-কাভার্ডভ্যান-আলফার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩২, জুন ২৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে মিনি কাভার্ডভ্যান-যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র আলফার সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ডভ্যান চালক আবিদ আলী (৪২) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। নিহত আবিদ রংপুর জেলার পীরগাছা উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের মোজাম্মেদ উদ্দিনের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো একটি বাস। মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাস স্ট্যান্ডের কাছে পৌঁছলে বরিশালগামী মিনি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা একটি মাহেন্দ্র এসে সজোরে আছড়ে পড়ে। এতে কাভার্ডভ্যানের চালক আবিদ আলীকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত বেশ কয়েকজন বাস যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মিরাজ আহমেদ জানান, কাভার্ডভ্যান চালককে মৃত অবস্থায় আনা হয়েছে।