এবার সেই মীমিতু কমিউনিটি সেন্টারে চুরি, আটক চোর

দেশ জনপদ ডেস্ক | ০০:২৩, জুন ২৩ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর শীতলাখোলা মীমিতু কমিউনিটি সেন্টারে চুরির ঘটনায় চোরকে আটক করেছে পুলিশ। গতকাল (২২জুন) বুধবার সকালে কমিউনিটি সেন্টারের মালামাল চুরি হয়। পরে বিকেলবেলা ভবনে থাকা সিসি ক্যামেরা চেক করে দেখা যায় ভবনের গার্ড রুস্তম চুরি করে মালামাল অন্যত্র সরিয়ে ফেলে। সিসি ক্যামেরায় চুরির বিষয়টি নিশ্চিত হলে থানা পুলিশকে অবহিত করেন কমিউনিটি সেন্টারের মালিকের স্ত্রী মিতু। খবর পেয়ে নতুনবাজার পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল রুস্তমকে আটক করে নিয়ে যায়। আটককৃত রুস্তম উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের আঠিয়ালপাড়া গ্রামের আদম আলি খানের ছেলে। মিতু আক্তার বলেন, দীর্ঘদিন যাবত আমাদের পরিবারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে। এই চুরির ঘটনাও তারই অংশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত মো: লোকমান হোসেন বলেন, চুরির ঘটনায় রুস্তম নামে একজন আটক করা হয়েছে।